বজ্রপাতে ৯ মৃত্যু : পরিবারের পাঁচ সদস্য হারিয়ে নির্বাক শান্তি খাতুন

Looks like you've blocked notifications!
বজ্রপাতে স্বজন হারিয়ে নির্বাক হয়ে পড়েছেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার শিবপুর গ্রামের শমসের আলীর স্ত্রী শান্তি খাতুন। ছবি : এনটিভি

বজ্রপাতে স্বামী, সন্তান, দেবর, মেয়ে জামাতা ও নাতিকে হারিয়ে শোকে নির্বাক হয়ে পড়েছেন উল্লাপাড়া উপজেলার শিবপুর গ্রামের শান্তি খাতুন। স্বামী সন্তানের গায়ের পোশাক জড়িয়ে ধরে বার বার কান্নায় ভেঙে পড়ছেন তিনি।

উল্লাপাড়ার শিবপুর গ্রামে গিয়ে দেখা যায় কান্নায় বারবার মুর্ছা যাচ্ছেন বজ্রপাতে নিহত হওয়া শমসের আলীর স্ত্রী শান্তি খাতুন। বজ্রপাতে শুধু স্বামীই নয় ছেলে শাহীন, মেয়ের জামাই মোকাম হোসেন, নাতি মোন্নাফ হোসেন ও দেবর আফসার আলীকেও হারিয়েছেন এই নারী। একই ঘটনায় আহত হয়ে হাসপাতালে রয়েছেন এই বৃদ্ধার আরেক সন্তান।

একই পরিবারের পাঁচ জন নিহত হওয়া হৃদয় বিদারক ঘটনায় নির্বাক শিবপুর গ্রামবাসীও। গ্রামজুড়ে বিরাজ করছে শোকের ছায়া। বিভিন্ন গ্রাম থেকে নারী পুরুষ ছুটে আসছে সমবেদনা জানাতে। তারাও চোখের পানি ফেলছেন। শোকে স্তব্ধ পুরো গ্রাম।

বজ্রপাতে নিহত ৯ কৃষি শ্রমিকের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার শীপপুরে  ৫ ও মাটিকোড়ায় ৪ জনের দাফন সম্পন্ন হয়।

এদিকে নিহত দুটি গ্রাম পরিদর্শন করেছেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য তানভীর ইমাম। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তাও করেছেন তিনি। এ ছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রতি পরিবারকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলার উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশি ইউনিয়নের মাটিকোড়া গ্রামের মাঠে কাজ করার সময় বজ্রপাতে নিহত হন একই পরিবারের পাঁচ জন। এ সময় আহত হন আরও অন্তত ৯ জন। আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও চার জনের মৃত্যু হয়।