বনানীতে বাস উল্টে নিহত এক

Looks like you've blocked notifications!
রাজধানীতে বাস উল্টে নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। ছবি : ফোকাস বাংলা

রাজধানীর বনানীতে ইমাম পরিবহণের একটি বাস উলটে যায়। বাসটির নিচে চাপা পড়ে রঞ্জু শেখ (৩৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল অনুমানিক ৬টার দিকে বনানী কবরস্থানসংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

দুপুরে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া এনটিভি অনলাইনকে এ তথ্য জানান।

নূরে আজম মিয়া বলেন, ‘এ ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী আমরা খুঁজে পাইনি। বাসটি জব্দ করা হয়েছে। তবে, বাসের চালক ও চালকের সহকারী বাসটি ফেলে পালিয়েছেন। আমরা তাদের খোঁজার চেষ্টা করছি। এমনকি আমরা ওই বাসের কোনো যাত্রীকেও খুঁজে পাইনি।’

‘নিহত রঞ্জু শেখ পেশায় নিরাপত্তাকর্মী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি রাজবাড়ী জেলায়। নিহতের ভাই থানায় এসেছিলেন। তিনি সড়ক পরিবহণ আইনে মামলা করবেন বলে জানিয়েছেন’, যোগ করেন ওসি নূরে আজম মিয়া।

নূরে আজম মিয়া বলেন, ‘লাশটি উদ্ধারের পর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’