বন্ধুর পিঠে থাপ্পড় দেওয়া নিয়ে স্কুলছাত্র খুন, ৪ কিশোর গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা মডেল থানা। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দশম শ্রেণির এক ছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম ধ্রুব। এ ঘটনায় জড়িত সন্দেহে চার কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ৮টায় স্কুলছাত্র ধ্রুবকে হত্যা করা হয়।

ধ্রুব’র বাবা বাদী হয়ে এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল আলম জানান, সদর উপজেলার ফতুল্লা থানার ইসদাইর এলাকায় স্কুলছাত্র হত্যার ঘটনা ঘটেছে। নিহত ধ্রুব দশম শ্রেণির ছাত্র ছিল। মঙ্গলবার সন্ধ্যায় নিজ এলাকা ইসদাইরে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। কথায় কথায় এক বন্ধুর পিঠে ধ্রুব থাপ্পড় দিলে ক্ষেপে যায় ওই বন্ধু। এ নিয়ে তর্কে জড়িয়ে পড়ে কয়েক বন্ধু। একপর্যায়ে ধ্রুব’র পায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিলে সে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসারত অবস্থায় ধ্রুব মারা যায়। ধ্রুব’র অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল।

এ ঘটনার মামলায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলো চন্দ্র শীল (১৭), পচন (১৬), জয় চন্দ্র দাস (১৭) ও মো. ইয়াসিন (১৫)।