বরগুনায় ডকইয়ার্ডে অগ্নিকাণ্ড, পুড়ল তিনটি ট্রলার

Looks like you've blocked notifications!

বরগুনার পাথরঘাটায় একটি ডকইয়ার্ডে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে সমুদ্রগামী মাছ ধরার তিনটি ট্রলার। গতকাল রোববার রাত সাড়ে ১১ টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসএ ঘটনা তদন্তে কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে তারা।

অগ্নিকাণ্ডে আরও কয়েকটি ট্রলার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত দেড় কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন ট্রলার মালিকেরা।

পাথরঘাটা ফায়ার সার্ভিস স্টেশনের লিডার শাহজাহান সিকদার জানান, ট্রলারগুলোতে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে দুই ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে

শাহজাহান সিকদার বলেন, ‘কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এ ঘটনার ক্ষয়ক্ষতি নিরূপণের পাশাপাশি অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে।’