বরিশালে অতিরিক্ত যাত্রী বহনের দায়ে চার লঞ্চকে জরিমানা

Looks like you've blocked notifications!
অতিরিক্ত যাত্রী বহনের দায়ে কীর্তনখোলা-২ লঞ্চকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ছবি : সংগৃহীত

অতিরিক্ত যাত্রী বহনের দায়ে কীর্তনখোলা-২ লঞ্চের মাস্টার ও সুপারভাইজারকে ঘণ্টাখানেক আটকে রেখে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই অপরাধে আরও তিনটি লঞ্চকে ২৬ হাজার  টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বরিশাল নৌবন্দরে গতকাল শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের পৃথক চারটি অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী হাকিম আরাফাত হোসেন, মুশফিকুর রহমান, তরিকুল ইসলাম ও জাবেদ হোসেন চৌধুরী।

বিচারকরা জানান, অতিরিক্ত যাত্রী বহন করায় কীর্তনখোলা-২ লঞ্চের সুপার ভাইজার শহিদ ও মাস্টার তোয়াঙ্গির হোসেনকে আটক করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। লঞ্চের যাত্রীদের ঢাকায় পৌঁছানোর জন্য জরিমানা শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এ ছাড়া একই অপরাধে কুয়াকাটা ২, সুন্দরবন ১১ ও পারাবত ৯ লঞ্চ কর্তৃপক্ষে মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।