বরিশালে ঝ‌ড়ের কব‌লে লঞ্চ, ৭০ যাত্রী উদ্ধার

Looks like you've blocked notifications!
বৈরী আবহাওয়ার কারণে আটকে যাওয়া ঢাকাগামী এম ভি আল-ওয়ালিদ-৯ লঞ্চ। ছবি : এনটিভি

বৈরী আবহাওয়ার কারণে আটকে যাওয়া ঢাকাগামী এম ভি আল-ওয়ালিদ-৯ লঞ্চের ৭০ জন যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে এম শাফিউল কিঞ্জল।

কোস্টগার্ড জানায়, গতকাল রাত সোয়া ৯টার দিকে ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে এম ভি আল-ওয়ালিদ-৯ লঞ্চটি ৬০-৭০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। রাতে সোয়া ১২টার দিকে লঞ্চটি মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ উলানিয়া লঞ্চঘাটের পাশ দিয়ে যাওয়ার সময় বৈরী আবহাওয়ার কবলে পরে। এসময় লঞ্চটি কালিগঞ্জ উলানিয়া লঞ্চঘাটের পল্টুন সংলগ্ন ব্লকের ওপর উঠে যায়।

বিষয়টি কোস্টগার্ড দক্ষিণ জোনের অধীনস্থ কালিগঞ্জ স্টেশনের সদস্যরা অবগত হয় এবং দ্রুততার সা‌থে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেন। এসময় লঞ্চের ৬০-৭০ জন যাত্রীকে উদ্ধার করা হয়।