বরিশালে ফুলের দোকানে ভিড়, বেড়েছে দাম

Looks like you've blocked notifications!
বরিশালে ফুলের দোকানে ভিড়। ছবি : এনটিভি

বসন্ত বরণ ও ভা‌লোবাসা দিবস‌ উদ্‌যাপনের জন্য ব‌রিশা‌লের ফু‌লের দোকানগু‌লো‌তে বাহারি ফুল কেন-বেচার ব‌্যাপক ব‌্যস্ততা লক্ষ করা গে‌ছে। গতকাল রোববার থেকেই ফুল কিন‌তে দেখা যায় তরুণী থে‌কে শুরু ক‌রে বি‌ভিন্ন বয়‌সের মানুষকে। আজ সোমবারও চলছে ফুলের বিকিকিনি। ত‌বে, স্বাভাবি‌কের তুলনায় ফু‌লের দাম অনেক বে‌শি বলে দাবি ক্রেতা‌দের।

ব‌রিশাল নগরীর বীর‌শ্রেষ্ঠ ক‌্যা‌প্টেন ম‌হিউদ্দিন জাহাঙ্গীর সড়‌কের প্রায় ১০‌টি ফু‌লের দোকা‌নে গতকাল রোববার দুপুর থে‌কেই উপ‌চেপড়া ভিড় দেখা যায়।

জে‌রিন ইসলাম নামের এক ক্রেতা ব‌লেন, ‘বসন্ত বরণ উপলক্ষ্যে ফুল কিন‌তে গিয়ে রীতিমতো অবাক হ‌য়ে‌ছি। গত বছ‌রের তুলনায় ফুলের দাম বে‌শি। যে গোলাপ ফু‌লের দাম ২০ টাকা ছি‌ল, সে‌টি ৪০ টাকায় কিন‌তে হ‌য়ে‌ছে। মাথার জন‌্য ফু‌লের চাক-এর দাম বে‌শি হওয়‌ায় ১০০ টাকা দি‌য়ে প্লা‌স্টিকের ফু‌লের চাক কিন‌তে হ‌য়ে‌ছে।’

রা‌ফিউল ইসলাম সজীব না‌মের সরকারি বি এম ক‌লে‌জের এক ছাত্র ব‌লেন, ‘গোলা‌পের এক‌টি থোক কি‌নে‌ছি ভা‌লোবাসার মানু‌ষের জন‌্য। অনেক ভিড় ছি‌ল, প্রায় আধা ঘণ্টা দাঁ‌ড়ি‌য়ে গোলাপ কিন‌তে হ‌য়ে‌ছে। এবা‌র ফু‌লের বাজা‌রে টিউলিপ ও লি‌লি ফুলও দে‌খে‌ছি।’

ব‌রিশাল ফুল ব‌্যবসায়ী স‌মি‌তির সভাপ‌তি এবং বনফুল ফুল ঘ‌রের মা‌লিক ইব্রা‌হিম মুন্না ব‌লেন, ‘দুপুর নয়, সকাল থে‌কেই ফুল বি‌ক্রি বেশ বে‌ড়ে‌ছে। বি‌ক্রি বেশি হ‌লে দা‌মে তারতম‌্য হ‌য়ে থা‌কে। ‌গোলাপ ২০ থে‌কে ৬০ টাকা দ‌রে বি‌ক্রি হ‌চ্ছে। এ ছাড়া গ্ল্যাডিওলাস ২০ থে‌কে ৩০ টাকা করে, রজনীগন্ধা ১৫ টাকা করে এবং লি‌লি ফুল প্রতিটি ৩০০ টাকা ক‌রে বি‌ক্রি হ‌চ্ছে। লি‌লি ফুল মাত্র তিন‌টি দোকা‌নে র‌য়ে‌ছে। ফুল দি‌য়ে বানা‌নো মাথার চাক ১৫০ থে‌কে ২৫০ টাকা দ‌রে বি‌ক্রি হ‌চ্ছে। দুই দি‌নে ৪০ থে‌কে ৫০ হাজার টাকার ফুল বি‌ক্রি হ‌য়ে‌ছে।’

ইব্রা‌হিম মুন্না আরও ব‌লেন, ‘দুই দিবস উপলক্ষ্যে প্রতি দোকা‌নেই প্রায় এক লাখ টাকার ফুল মজুদ করা হ‌য়ে‌ছে। ত‌বে, এবার সব ব‌্যবসায়ী গোলাপ ফুল নি‌য়ে লোকসানের শঙ্কায় র‌য়ে‌ছেন।’