বরিশালে বিএনপির গণসমাবেশ : মাঠেই চলছে রান্না-খাওয়া
বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশ আগামীকাল শনিবার। সমাবেশকে ঘিরে দুদিন আগেই নেতাকর্মীদের পদচারণায় মুখর সমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যান (বেলস পার্ক)। মাঠের বিভিন্ন প্রান্তে উৎসবমুখর পরিবেশে চলছে রান্না। পরে সেখানে বসেই চলছে খাওয়া-দাওয়া।
আজ শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে বঙ্গবন্ধু উদ্যানের প্রায় প্রতিটি স্থানেই দেখা গেছে এমন চিত্র। চাল ডাল দিয়ে খিচুড়ি রান্না করে পাশের প্যান্ডেলে বসেই খাওয়া সারছেন নেতাকর্মীরা।
বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরা সঙ্গে করে রান্নার সরঞ্জাম ও বাবুর্চি নিয়ে এসেছেন বলে জানিয়েছে অনেকে। অল্প সংখ্যক লোকই বাইরে থেকে অর্ডার দিয়ে খাবার তৈরি করে আনছেন।
বরিশাল জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন বলেন, ‘আমাদের উপজেলা থেকে অর্ধ সহস্র নেতাকর্মী এসেছি। তাদের সবার জন্যই দুপুরে খাবারের ব্যবস্থা করা হয়েছে। আমরা দুদিনের রান্না করার সকল প্রস্তুতি নিয়ে এসেছি।’
গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. স্বপন হাওলাদার বলেন, ‘যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করায় দুদিন আগেই ইউনিয়নের সকল নেতাকর্মীর নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হয়েছি। আজ জুমার নামাজ শেষে সবাই মাঠে বসেই খাওয়া দাওয়া করেছি।
বরগুনা জেলা যুবদলের সাহিত্য প্রকাশনী সম্পাদক রনি আহমেদ নাসির বলেন, ‘একসঙ্গে অনেক নেতাকর্মীরা পাশাপাশি বসে খাওয়া দাওয়া, এ যেন এক উৎসব। প্রখর রোদে গরমে অনেক কষ্ট হচ্ছে। তারপরও সমাবেশ সফল করতে সব কিছু মেনে নিতে রাজি।’