বরিশালে বিএনপির মোমবাতি মিছিল
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও লোডংশেডিংয়ের প্রতিবাদে বরিশাল শহরে মোমবাতি মিছিল করেছে মহানগর বিএনপি। আজ রোববার রাত ৯টায় নগরীর সদর রোডের বিএনপির কার্যালয়ের সামনে থেকে এই মিছিল বের হয়।
বিএনপির এ মোমবাতি মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এ সময় মোমবাতি মিছিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, যুগ্ম আহ্বায়ক আলী হায়দার ও হাবিবুর রহমান টিপু, সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ প্রমুখ।
এ ছাড়া মোমবাতি মিছিলে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।