বরিশালে লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন বন্ধ ও নিরাপত্তা বৃদ্ধির দাবি

Looks like you've blocked notifications!
বরিশাল নগরীর সদর রোডে ১২ দফা দাবিতে মানববন্ধন। ছবি : এনটিভি

লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন বন্ধ, নিরাপত্তা বৃদ্ধিসহ ১২ দফা দাবি আদায়ে বরিশালে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নগরীর সদর রোডে আজ শনিবার বেলা ১১টার দিকে বরিশাল নৌযাত্রী ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি দেওয়ান আবদুর রশিদ নিলুর সভাপতিত্বে বক্তব্য দেন সদস্য সচিব ইঞ্জিনিয়ার হারুন বিশ্বাস, সদস্য নজরুল ইসলাম খান, আরিফুর রহমান মিরাজ, হাসিব আহমেদ, জেলা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম সাফিন প্রমুখ।

বক্তারা বলেন, দেশের কোনো বাসস্ট্যান্ডে ঢুকতে ‘প্রবেশ ফি’ নেওয়া হয় না। অথচ লঞ্চঘাটে প্রবেশের জন্য জনপ্রতি ১০ টাকা আদায় করা হচ্ছে। মালামাল নিয়ে বের হতে গেলেও জোর করে অতিরিক্ত টাকা নেওয়া হয়। ঘাট কর্মচারীদের নির্ধারিত টাকা না দিলে হেনস্তার শিকার হন সাধারণ যাত্রীরা। সে খবর প্রকাশ করতে যাওয়ায় সাংবাদিকদেরও লাঞ্ছনা করা হয়েছে। এর থেকে রেহাই পাননি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। তাই, অবিলম্বে যাত্রী হয়রানি ও অতিরিক্ত যাত্রী বহন বন্ধ ও নিরাপত্তা বৃদ্ধিসহ শিক্ষার্থীদের জন্য লঞ্চঘাটে প্রবেশ ফি মওকুফ করতে হবে।

এ ছাড়া হাতে বহনযোগ্য মালামালে টাকা আদায় বন্ধের দাবিও জানানো হয় মানববন্ধনে।