বর্ষীয়ান সাংবাদিক ও গীতিকার কে জি মোস্তফা আর নেই

Looks like you've blocked notifications!
বর্ষীয়ান সাংবাদিক ও গীতিকার কে জি মোস্তফা। ছবি : সংগৃহীত

‘তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে’ বিখ্যাত এই গানের গীতিকার কে জি মোস্তফা (৮৬) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ভাষাসৈনিক ও বর্ষীয়ান সাংবাদিক।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন তাঁর ফেসবুক স্ট্যাটাসে জানান, আজ রোববার রাতে গীতিকার কে জি মোস্তফার মৃত্যু হয়েছে।

দীর্ঘদিন ধরে এই বর্ষীয়ান সাংবাদিক কিডনি ও হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন।

জানা গেছে, রাত ৮টায় তার হার্টঅ্যাটাক হয়। পরে তাঁকে হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

আগামীকাল সোমবার বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে কে জি মোস্তফার  জানাজা অনুষ্ঠিত হবে। 

প্রখ্যাত গীতিকার, কবি, সাংবাদিক, জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য কে জি মোস্তফার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।