বহুতল ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, মা-ছেলে দগ্ধ

Looks like you've blocked notifications!
নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইরে একটি বহুতল ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর ভবনের সামনে এলাকাবাসীর ভিড়। ছবি : এনটিভি

নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইরের একটি বহুতল ভবনে গ্যাস সিলিন্ডার লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে তিন বছরের শিশুপুত্রসহ অন্তঃসত্ত্বা গৃহবধূ কুলসুম আক্তার  দগ্ধ হয়েছেন। আজ রোববার (১২ মার্চ) সন্ধ্যার সাড়ে ৬টায় মাসদাইরের খন্দকার ম্যানসনের ষষ্ঠ তলায় এ ঘটনা ঘটে।

শিশুপুত্রসহ অন্তঃসত্ত্বা গৃহবধূ কুলসুম আক্তারকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ফ্ল্যাটের দরজা ও আসবাবপত্রের ব্যাপক ক্ষতি হয়েছে। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ আনে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ খন্দকার ম্যানশনের একটি ফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে ওই ফ্ল্যাটের গৃহবধূ ও তাঁর শিশুপুত্র খালিদকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন জানান, বিস্ফোরণে শিশুসহ দুজন দগ্ধ হয়েছে। তা ছাড়া বিস্ফোরণে ফ্ল্যাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।