বাংলাদেশকে ভাল রাখার চেষ্টা করছি : নৌপ্রতিমন্ত্রী
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা বাংলাদেশকে ভাল রাখার চেষ্টা করছি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের চেষ্টা করছি।
আজ মঙ্গলবার ঢাকা সদরঘাটের নতুন টার্মিনাল ভবনে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বাংলাদেশ নৌযান শ্রমিক লীগ আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
বাংলাদেশ নৌযান শ্রমিক লীগের সভপতি শেখ মো. ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন মিয়া, বাংলাদেশ নৌযান শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন লিটন এবং সহসভাপতি নুর ইসলাম প্রমুখ।
প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ স্বাবলম্বী হচ্ছে। পদ্মা সেতু হয়েছে, মেট্রোরেল হচ্ছে, টেকনাফ পর্যন্ত রেললাইন হচ্ছে—এটা বিরোধীদের অন্তরজ্বালা।’
বিরোধীরা বিশ্বমন্দার সময়ে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়; তারা দেশের পক্ষে, বাংলার মানুষের পক্ষে কথা বলে না। তারা চিন্তা করে—বাংলাদেশ কেন শ্রীলংকার মতো হয় না?’
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘শোককে শক্তিতে পরিণত করেছি। দেশবিরোধী কোনো চক্রান্ত সহ্য করা হবে না। দেশবিরোধী চক্রান্তকারীদের সমূলে উৎপাটন করা হবে।’
অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।