বাংলাদেশে ইকো-ট্যুরিজমের ব্যাপক সম্ভাবনা রয়েছে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

Looks like you've blocked notifications!
মেহেরপুরে জেলা পর্যটন উন্নয়ন কমিটির সভায় বক্তব্য দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। ছবি : এনটিভি

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‘প্রাকৃতিক সৌন্দর্যের আধার আমাদের এই দেশে ইকো-ট্যুরিজমের ব্যাপক সম্ভাবনা রয়েছে’। আজ শনিবার মেহেরপুরে জেলা পর্যটন উন্নয়ন কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সমৃদ্ধ প্রাকৃতিক বৈচিত্রের একটি দেশ। এমন প্রাকৃতিক সৌন্দর্য বিশ্বের অনেক দেশেই বিরল। তাই এই সম্পদকে কাজে লাগিয়ে ইকো-ট্যুরিজম গড়ে তোলার ব্যপক সম্ভাবনা রয়েছে। এর মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ সৃষ্টি হবে’। প্রতিমন্ত্রী এসময় পর্যটনের জন্য অবকাঠামো নির্মাণ কাজে স্বল্পমূল্যে পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী ব্যবহারের পরামর্শ দেন।

মেহেরপুরের জেলা প্রশাসক ড. মনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো. আলি কদর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।