বাংলাদেশ এখন বড় পণ্যের বাজার : খালিদ মাহমুদ

Looks like you've blocked notifications!
ছবি : এনটিভি

‘বাংলাদেশ এখন বড় পণ্যের বাজারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

আজ বুধবার (১৭ মে) ময়মনসিংহের হালুয়াঘাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গোবরাকুড়া ও কড়ইতলী স্থলবন্দরের উদ্বোধনের নামফলক স্থাপন ও সুধী সমাবেশে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ মন্তব্য করেন।

‘বাংলাদেশ এখন বড় পণ্যের বাজারে পরিণত হয়েছে। ময়মনসিংহ অঞ্চলেও বড় বড় শিল্প কারখানা গড়ে উঠেছে। বর্তমান সরকার প্রতিবেশী রাষ্ট্রে বাংলাদেশের সেসব পণ্য রপ্তানির পদক্ষেপ নিয়েছে।’

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে সুধী সমাবেশে স্থানীয় সংসদ সদস্য জুয়েল আরেং, নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামাল, জেলা প্রশাসক মোস্তাফিজার রহমানসহ স্থলবন্দরের কর্মকর্তা ও আওয়ামী লীগের স্থানীয়  নেতারা উপস্থিত ছিলেন।