‘বাংলাদেশ ও চিরঞ্জীব বঙ্গবন্ধু’ শীর্ষক অ্যাটকোর আলোচনা সভা অনুষ্ঠিত

Looks like you've blocked notifications!
অ্যাটকোর আলোচনা সভায় উপস্থিত অতিথিরা। ছবি : সাইফুল সুমন

জাতীয় শোক দিবস উপলক্ষে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) আয়োজিত ‘বাংলাদেশ ও চিরঞ্জীব বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার রাজধানীর সার্কিট হাউস রোডের তথ্যভবন মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ঘটনার নিন্দা জানান এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন।

বক্তারা বলেন, বঙ্গবন্ধুর কারণে বাংলাদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে, আর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশকে সোনার বাংলা গড়ার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

এতে সভাপতিত্ব করেন অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী। সভা সঞ্চালনা করেন অ্যাটকোর সিনিয়র সহসভাপতি ইকবাল সোবহান চৌধুরী।

এ সময় এনটিভির পরিচালক আশফাক উদ্দিন আহমেদসহ বিভিন্ন গণমাধ্যমের মালিক ও জ্যেষ্ঠ সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন এনটিভির অর্থ ও হিসাব বিভাগের প্রধান মো. গোলাম রওশন ইয়াজদানী, এনটিভির বার্তাপ্রধান জহিরুল আলম, বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান অঞ্জন কুমার কুণ্ডু, আইটি বিভাগের মহাব্যবস্থাপক এ টি এম আহবাব নেওয়াজ, সিনিয়র টেকনিক্যাল কো-অর্ডিনেটর জুবায়ের মাহমুদ প্রমুখ।