বাংলাদেশ থেকে সরাসরি রুয়ান্ডায় যাবে বিমান

Looks like you've blocked notifications!
বাংলাদেশ ও রুয়ান্ডার মধ্যে সরাসরি বিমান চলাচলের জন্য চুক্তিতে গত বৃহস্পতিবার স্বাক্ষর করেন নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার মুস্তাফিজুর রহমান ও ভারতের রাজধানীতে অবস্থিত রুয়ান্ডার হাইকমিশনার। ছবি : বাসসে প্রকাশিত সংবাদ থেকে নেওয়া

বাংলাদেশ ও রুয়ান্ডায় সরাসরি বিমান চলাচলের জন্য চুক্তি স্বাক্ষর হয়েছে। মানুষ ও পণ্য পরিবহণের সুবিধার্থে এই চুক্তি স্বাক্ষরিত হলো। এটি দুদেশের মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ব্যাপক অবদান রাখবে বলে আশা প্রকাশ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার মুস্তাফিজুর রহমান ও ভারতের রাজধানীতে অবস্থিত রুয়ান্ডার হাইকমিশনার নথিতে স্বাক্ষর করেন।

বিবৃতিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ সরকার কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ, বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা, পররাষ্ট্র অফিসের পরামর্শ এবং দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতাসহ বিভিন্ন খাতে রুয়ান্ডার সঙ্গে সহযোগিতার উদ্যোগ নিয়েছে।’

এতে আরও বলা হয়েছে, ‘বাংলাদেশ থেকে রুয়ান্ডায় দ্বিপাক্ষিক সফরের আয়োজন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনারও উদ্যোগ নেওয়া হয়েছে।’