বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে প্রয়োজনে আমরা গুলি চালাব : পররাষ্ট্রমন্ত্রী

Looks like you've blocked notifications!
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার সকালে ভারত সরকারের দেওয়া অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সামনে কথা বলেন ড. এ কে আবদুল মোমেন। ছবি : এনটিভি

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে কখনও গুলি চালাব না। কিন্তু, গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে গুলি চালাব।’

পররাষ্ট্রমন্ত্রী আজ মঙ্গলবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভারত সরকারের দেওয়া অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

ড. এ কে আবদুল মোমেন বলেন, ‘মিয়ানমার থেকে অবৈধ অস্ত্র, মাদক ও মানব পাচার-চোরাচালান রোধে প্রয়োজনে সীমান্তে গুলি চালানো হবে। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে গুলি চালাব।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমার সীমান্ত দিয়ে সব ধরনের চোরাচালান বন্ধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা হয়েছে। তিনি ভালো তথ্য দিতে পারবেন। উনারা তথ্য দিলে আমরা সে অনুযায়ী বক্তব্য দিই।’