বাঘাবাড়ি ডিপো থেকে পেট্রোল ও অকটেন সরবরাহ না করার অভিযোগ

Looks like you've blocked notifications!
সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ি ওয়েল ডিপো। ছবি : এনটিভি

সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ি ওয়েল ডিপো থেকে উত্তরাঞ্চলের ১৬ জেলার জ্বালানি তেলের ডিলার, পাম্প মালিকদের পেট্রোল ও অকটেন সরবরাহ না করার অভিযোগ উঠেছে। ফলে সিরাজগঞ্জের পাম্পগুলোতে পেট্রোল ও অকটেন সংকট দেখা দিয়েছে।

আজ রোববার বিকেলে বাঘাবাড়ি নৌবন্দরের যমুনা, মেঘনা ও পদ্মা ওয়েল ডিপো ঘুরে এ চিত্র দেখা যায়।

টেলিভিশন ক্যামেরার সামনে কথা না বললেও গণমাধ্যমকর্মীদের যমুনা ওয়েল কোম্পানি লিমিটেডের বাঘাবাড়ি ওয়েল ডিপোর ইনচার্জ আবুল ফজল মুহাম্মদ সাদেকিন বলেন, চাহিদা অনুযায়ী পর্যাপ্ত জ্বালানি তেল আমাদের রয়েছে। আজকেও আমরা চাহিদা অনুযায়ী তেল বিতরণ করেছি। তবে যে সংকটের কথা বলা হচ্ছে, এটা আসলে ঈদের দীর্ঘ ছুটি থাকার কারণে সাময়িক। তা ছাড়া তেলের কোনো সংকট নেই। তবে বর্তমান মজুদ কতটুকু রয়েছে বা পেট্রোল ও অকটেন সরবরাহ কেন হচ্ছে না—এমন প্রশ্ন এড়িয়ে যান তিনি।

উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার তেল ডিলার ও পাম্প মালিকরা বলেন, আজ প্রতিটি গাড়িতেই ডিজেল সরবরাহ করা হচ্ছে। কিন্তু পেট্রোল ও অকটেন সরবরাহ করা হচ্ছে না। প্রশ্ন করলেও কোনো কারণ বলছেন না ডিপোর কর্মকর্তারা। আমরা জানতে পেরেছি, পেট্রোল ও অকটেন সংকট রয়েছে। অকটেন ও পেট্রোল না থাকায় পাম্প বন্ধ হয়ে রয়েছে।