বাজেটে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দিক লক্ষ্য রাখা হয়েছে : বাহাউদ্দিন নাছিম

Looks like you've blocked notifications!
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বাজেটে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দিক লক্ষ্য রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট অধিবেশন শেষে এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘করোনাভাইরাসের থাবা থেকে মুক্ত হয়ে দেশে উন্নয়নের ধারা অক্ষুণ্ন রাখা ও উত্তরোত্তর সমৃদ্ধির জন্য কৃষি, খাদ্য, নতুন কর্মসংস্থান সৃজন, প্রান্তিক জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তার আওতায় আনা, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট সংকট মোকাবিলা করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ভর্তুকির চাপ সামাল দেওয়াসহ শিক্ষা ও স্বাস্থ্যখাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই বাজেটে।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘এই বাজেটে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দিকে বিশেষ লক্ষ্য রাখা হয়েছে। জনবান্ধব ও উন্নয়ন বান্ধব এই বাজেটকে আমরা স্বাগত জানাই।’

এর আগে জাতীয় সংসদে আজ বিকেল তিনটায় বাজেট পেশ শুরু করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।