বাজেট অধিবেশন শুরু ৩১ মে

Looks like you've blocked notifications!
জাতীয় সংসদ ভবনের ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদের ২০২৩-২৪ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হবে আগামী ৩১ মে। আজ রোববার (১৪ মে) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করেন। ওদিন বিকেল ৫টায় চলতি সংসদের ২৩তম অধিবেশন শুরু হবে। এই অধিবেশনেই নতুন অর্থবছরের বাজেট পেশ ও পাস হবে।

আজ রোববার (১৪ মে) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) তারিক মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেছেন। এ অধিবেশনে আগামী ১ জুন ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পেশ হতে পারে।