বানিয়াচংয়ে হাওরে বজ্রপাতে দুই কৃষক নিহত

Looks like you've blocked notifications!
হবিগঞ্জের বানিয়াচংয়ে হাওরে শনিবার কৃষি কাজ করতে গিয়ে বজ্রপাতে দুই কৃষক নিহত হন। ছবি : এনটিভি

হবিগঞ্জের বানিয়াচংয়ে হাওরে কৃষি কাজ করতে গিয়ে বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মজলিশপুর গ্রামের পার্শ্ববর্তী হাওরে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহতেরা হলেন মজলিশপুর গ্রামের নুর উদ্দিন (৪৫) ও আব্দুল করিম (৫৫)।

স্থানীয়রা জানান, নুর উদ্দিন ও আব্দুল করিম দুই কৃষক গ্রামের পার্শ্ববর্তী হাওরে কৃষি কাজের জন্য যান। কাজ করার একপর্যায়ে তাদের উপর বজ্রাঘাত হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। বিষয়টি অন্যান্য কৃষক আঁচ করতে পেরে তাদের কাছ যান। পরে তাদের স্বজনদের খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ বলেন, ‘বজ্রপাতে দুজনের মৃত্যুর সংবাদ আমরা পেয়েছি। তাদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হবে।’