বান্দরবানে অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন

Looks like you've blocked notifications!
বান্দরবান সদর হাসপাতালে স্থাপিত ছয় হাজার লিটার লিকুইড অক্সিজেন প্ল্যান্ট। ছবি : এনটিভি

বান্দরবান সদর হাসপাতালে স্থাপিত ছয় হাজার লিটার ধারণক্ষমতাসম্পন্ন লিকুইড অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে বান্দরবান সদর হাসপাতালে স্বাস্থ্য প্রকৌশল বিভাগের অর্থায়নে নির্মিত প্ল্যান্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, সিভিল সার্জন ডা. অংসুই প্রু, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার, রেডক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক অমল কান্তি দাস, পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাস শেখরসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

স্বাস্থ্য বিভাগ জানায়, স্বাস্থ্য প্রকৌশল বিভাগের অর্থায়নে তিন কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে লিকুইড অক্সিজেন প্ল্যান্টটি নির্মাণ করা হয়েছে। যার ধারণ ক্ষমতা ছয় হাজার লিটার লিকুইড অক্সিজেন। এ ছাড়া প্ল্যান্টে অতিরিক্ত ৪৮টি অক্সিজেন সিলিন্ডার সম্পৃক্ত রয়েছে। প্ল্যান্টের মাধ্যমে সদর হাসপাতালের ১১২টি বেডে সরাসরি অক্সিজেন সরবরাহ চালু হয়েছে। এছাড়াও নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) বেডের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। একাধারে প্রায় দুই মাস নিয়মিত অক্সিজেন সরবরাহ করা যাবে এই প্ল্যান্ট থেকে। ৫০ শতাংশ এবং ৭০ শতাংশ অক্সিজেন শেষ হলে মেশিন স্বয়ংক্রিয় সংকেত দেবে।

পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, ‘স্বাস্থ্য বিভাগের সদিচ্ছা এবং আন্তরিকতায় বান্দরবান জেলার সদর হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। যার মাধ্যমে জেলার সাতটি উপজেলার অসুস্থ মানুষের অক্সিজেন সমস্যা অনেকটাই লাঘব হবে।’

পার্বত্যমন্ত্রী বলেন, ‘পাহাড়ের মানুষের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে সচেষ্ট রয়েছে সরকার। পাহাড়ি প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এরই মধ্যে প্রতিটি ইউনিয়নে স্বাস্থ্য ক্লিনিক নির্মাণের কাজ শেষ হয়েছে।’