বান্দরবানে করোনা উপসর্গে ব্যবসায়ীর মৃত্যু
বান্দরবানে করোনা উপসর্গ নিয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। অন্যদিকে ভূমি কর্মকর্তাসহ আরও পাঁচজন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন।
স্বাস্থ্য বিভাগ ও স্থানীয়রা জানায়, জেলা সদরের স্টেডিয়াম এলাকার বাসিন্দার এক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, পেসার ও এজমা রোগে ভুগছিলেন। কিছুদিন ধরে ব্যবসায়ীর জ্বর, শ্বাসকষ্টসহ বিভিন্ন ধরনের করোনা উপসর্গ দেখা দেয়। এতদিন বাড়িতেই চিকিৎসায় করিয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
অপরদিকে সদর উপজেলা ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) শাহীনুর আক্তারসহ আরো পাঁচজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদরে চারজন, রুমায় একজন। জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭৬ জনে।
বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে জেলায়। উপসর্গ নিয়ে আজ একজনের মৃত্যু হয়েছে। নতুন পাঁচজনসহ আক্রান্ত ৭৬ জন।’