বান্দরবানে পুলিশ কর্মকর্তাসহ ৪ জনের করোনা শনাক্ত
বান্দরবানে পুলিশ কর্মকর্তাসহ নতুন করে চারজনের করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ শনাক্ত হয়েছে। আজ রোববার নমুনা পরীক্ষায় তাদের শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন।
স্বাস্থ্য বিভাগ ও স্থানীয়রা জানায়, জেলার সাতটি উপজেলা থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষায় রোববার পুলিশের কর্মকর্তাসহ চারজনের পজেটিভ শনাক্ত হয়েছে। এঁরা হলেন সদর উপজেলার একজন পুলিশ কর্মকর্তা, লামা উপজেলার আজিজনগরে ৫৫ বছরের একজন, নাইক্ষ্যংছড়ি উপজেলার সদরের ৪৫ বছরের ঊর্ধ্বে দুজন। তাঁদের একজন পেশায় শিক্ষক। শনাক্ত রোগীদের আইসোলেশনে নিয়ে আসা হবে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যাটা বেড়ে দাঁড়াল ৩৫ জনে। আইসোলেশনে রয়েছে আরো ১৪ জন। সুস্থ হয়েছে ১০ জন রোগী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা বলেন, রোববারের নমুনা পরীক্ষায় নতুন চারজন শনাক্ত হয়েছে। সদরে এক, লামায় এক ও নাইক্ষ্যংছড়িতে দুজন।