বান্দরবানে মর্টার শেল কী কারণে, তা খতিয়ে দেখা হবে : পররাষ্ট্রসচিব

Looks like you've blocked notifications!
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের তুমব্রু বাজার এলাকায় মিয়ানমারের ছোড়া দুটি মর্টার শেল পাওয়া গেছে। ছবি : সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের তুমব্রু বাজার এলাকায় মিয়ানমারের ছোড়া দুটি মর্টার শেল পাওয়া গেছে। ঘটনাটি খতিয়ে দেখ‌া হবে বলে জা‌নি‌য়ে‌ছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সাংবা‌দিক‌দের স‌ঙ্গে আলাপকা‌লে তিনি এ কথা জানান।

জানা গেছে, আজ বিকেলে তুমব্রু বাজার এলাকায় মর্টার শেল দুটি পড়ে। অবিস্ফোরিত এই মর্টার সেল পড়ার ঘটনায় কেউ হতাহত হননি।

মাসুদ বিন মোমেন তাঁর দপ্তরে সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের সীমান্তে অবিস্ফোরিত মর্টার শেল পড়ার বিষয়টি দুর্ঘটনা না কি উদ্দেশ্যপ্রণোদিত, সেটা খতিয়ে দেখা হবে। দুর্ঘটনাবশত হলে মিয়ানমারকে সতর্ক করা হবে।’

পররাষ্ট্রসচিব বলেন, ‘এর আগেও সীমান্তে মিয়ানমারের মর্টার শেল পড়েছিল। তখনো প্রতিবাদ জানানো হয়েছিল।’