বান্দরবানে ৩৩ স্বর্ণের বারসহ রোহিঙ্গা আটক

Looks like you've blocked notifications!
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি অভিযানের জব্দকৃত স্বর্ণের বারসহ আটক রোহিঙ্গা জয়নুল আবেদিন। ছবি : এনটিভি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তে ৩৩টি স্বর্ণের বারসহ এক রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। আজ সোমবার সকালে স্বর্ণগুলো জব্দ ও তাকে আটক করা হয়।

আটককৃত রোহিঙ্গার নাম জয়নুল আবেদিন (৬৫)। তিনি তুমব্রু সীমান্তের শূন্যরেখায় কোনাপাড়া আশ্রয়কেন্দ্রের বাসিন্দা।

বিজিবি ও স্থানীয়রা জানায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের উখিয়া-ঘুমধুম সড়ক এলাকায় অভিযান চালিয়ে ৩৩টি স্বর্ণের বার জব্দ করা হয়। এ সময় এ কাজে জড়িত এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

জব্দকৃত স্বর্ণের ওজন ৪৭০ ভরি। যার আনুমানিক বাজারমূল্য তিন কোটি টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, আটকের পর ওই রোহিঙ্গা নাগরিককে স্বর্ণসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।