বাবাকে হত্যার অভিযোগে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
গোপালগঞ্জে ছেলের হাতে বাবা খুন হওয়ার ঘটনায় পরিবারের আহাজারি। ছবি : এনটিভি

গোপালগঞ্জে বাবা ইসমাইল কাজীকে (৫৮) হত্যা করার অভিযোগে ছেলে আলিম কাজীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার (১৩ মে) বেলা ১১টার দিকে সদর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পালের নেতৃত্বে একদল পুলিশ সদর উপজেলার মধুপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

জানা গেছে, আজ সকাল ৭টার দিকে গোপালগঞ্জ শহরতলীর চরমানিকদাহ কাজীর বাজার এলাকায় মাদকাশক্ত ছেলে আলিম কাজী তার বাবা ইসমাইল কাজীকে নৃশংসভাবে হত্যা করে পালিয়ে যায়।

নিহত ইসমাইল কাজী চরমানিকদাহ গ্রামের তাইজেল কাজীর ছেলে। ইসমাইল কাজীর তিন ছেলের মধ্যে মেঝ ছেলে অভিযুক্ত আলিম কাজী। দীর্ঘদিন ধরে আলিম মাদকাসক্ত। মাঝেমধ্যেই মাদকের টাকার জন্য পরিবারের সদস্যদের মারপিট করতেন আলিম।

নিহতের স্ত্রী ফিরোজা বেগম বলেন, ‘আমার ছেলে আলিম সারারাত আঠা (এক ধরনের মাদক) খাওয়ার পর এই ঘটনাটি ঘটিয়েছে। আমার স্বামী ইসমাইল কাজী একজন গাছি।’

গোপালগঞ্জ সদর থানার এসআই ওবায়দুর রহমান বলেন, ‘সকালে হাটে বিক্রি করতে নেওয়ার জন্য আখ পরিষ্কার করছিলেন বাবা ইসমাইল কাজী। আলিম ঘুম থেকে উঠে কাউকে কিছু না বলে বাবা ইসমাইলের গলায় বটি দিয়ে কোপ দিয়ে পালিয়ে যায়। ইসমাইলকে আশঙ্কাজনক অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

এসআই ওবায়দুর রহমান বলেন, ‘সুরতহাল প্রতিবেদন করার পর ইসমাইল কাজীর মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ আড়াইশ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’