বাবা-মায়ের ঝগড়া নিয়ে বিতর্ক, ভাইয়ের হাতে বোন খুন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/03/08/gopalganj-kotalipara.jpg)
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বড় ভাইয়ের হাতে ছোট বোনকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের ছোট দিঘলিয়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় অভিযুক্ত সিফাত উল্লাহকে সন্ধ্যায় গোপালগঞ্জ থেকে আটক করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কোটালীপাড়া উপজেলার ছোট দিঘলিয়া গ্রামের জাকির হোসেন (৫৫) ও তাঁর স্ত্রী নুরুন্নাহার বেগম (৪৫) দম্পতির ২৫ বছর আগে বিয়ে হয়। তাদের দুজনের মাঝে প্রায়ই পারিবারিক কলহ হতো। তাদের সংসারে নাসিরউদ্দিন (২০), সিফাতুল্লাহ (১৮), হালিমা খাতুন (১২) ও শফিউল্লাহ (১০) নামে চার সন্তান।
আজ মঙ্গলবার ঘটনার আগে পারিবারিক কলহের জের ধরে স্বামীর প্রতি অভিমান করে নুরুন্নাহার বেগম বাড়ি থেকে অন্যত্র চলে যান। অপরদিকে জাকির হোসেনও বাড়ি থেকে কাজে চলে যান। এ সময় পারিবারিক কলহ নিয়ে ভাই সিফাতুল্লাহ ও বোন হালিমা খাতুনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সিফাতুল্লাহ ধারালো অস্ত্র দিয়ে হালিমা খাতুনের গলা কেটে পালিয়ে যায়।
নুরুন্নাহার বেগম জানান, যখন বাড়ি থেকে বের হয়ে যান তখন সিফাতুল্লাহ, হালিমা ও প্রতিবন্ধী ছেলে শফিউল্লাহ বাড়িতে ছিল। সেসময় হালিমা ও সিফাত উল্লাহর মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। মায়ের ধারণা, সিফাত উল্লাহ হালিমাকে হত্যা করেছে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান জানান, ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। তবে সিফাত উল্লাহকে আজ সন্ধ্যায় গোপালগঞ্জ থেকে আটক করা হয়েছে। অপরদিকে হালিমা খাতুনের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।