বাম গণতান্ত্রিক ঐক্যের সঙ্গে বৈঠকে বিএনপি

Looks like you've blocked notifications!
গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আজ রোববার বাম গণতান্ত্রিক ঐক্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বিএনপিনেতারা। ছবি : বিএনপি মিডিয়া সেল

যুগপৎ আন্দোলনের কর্মপরিল্পনা ঠিক করতে বাম গণতান্ত্রিক ঐক্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির লিয়াঁজো কমিটির নেতারা।

আজ রোববার (৩০ এপ্রিল) বেলা সোয়া ১১টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে উপস্থিত আছেন—বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও লিয়াঁজো কমিটি প্রধান আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভাইস-চেয়ারম্যান ও লিয়াঁজো কমিটি সদস্য বরকত উল্লাহ বুলু, বিএনপির যুগ্ম মহাসচিব ও লিয়াঁজো কমিটি সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল।

এছাড়া বাম গণতান্ত্রিক ঐক্যের সমন্বয়ক প্রগতিশীল গণতান্ত্রিক দলের সচিব হারুন আল রশিদ খান, সোস্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. সামছুল আলম, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী বৈঠকে অংশ নিয়েছেন।