বাসভাড়া প্রতি কিলোমিটারে কমল ৫ পয়সা

Looks like you've blocked notifications!
রাজধানীর সড়কে গণপরিবহণ। ছবি : সংগৃহীত

জ্বালানি তেলের দাম পাঁচ টাকা কমায় বাসভাড়া কমাল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন নির্ধারিত ভাড়ায় প্রতি কিলোমিটারে কমেছে পাঁচ পয়সা। এই ভাড়া আগামীকাল বৃহস্পতিবার থেকে কার্যকর করা হবে। 

বিআরটিএর সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের জন্য যাত্রীপ্রতি ভাড়া ৫ পয়সা কমিয়ে দুই টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। আর মহানগরে প্রতি কিলোমিটারের জন্য পাঁচ পয়সা কমিয়ে দুই টাকা ৪৫ পয়সা করা হয়েছে। এ ছাড়া বাসে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ টাকা আর মিনিবাসে ৮ টাকা।

আজ বুধবার রাজধানীর বনানীতে বিআরটিএর সদর দপ্তরে চেয়ারম্যানের কার্যালয়ে পরিবহন খাতের নেতা ও বাসমালিকদের সঙ্গে বৈঠক শেষে এসব সিদ্ধান্ত জানান সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী।