বাসের ধাক্কায় দিনাজপুরে প্রাণ গেল শিক্ষকের

Looks like you've blocked notifications!
দুর্ঘটনার পর বৃহস্পতিবার বিক্ষুব্ধ এলাকাবাসী ঘণ্টাব্যাপী দিনাজপুর-ফুলবাড়ী-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে। ছবি : এনটিভি

দিনাজপুরে বাসের ধাক্কায় এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় সদর উপজেলার শশরা ইউনিয়নের উমরপাইল জালিয়াপাড়ায় সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ঘণ্টাব্যাপী দিনাজপুর-ফুলবাড়ী-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত ওই শিক্ষকের নাম নুর জামান (৬০ )।

জানা গেছে, নুর জামান পাঁচবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। 

এলাকাবাসী ও পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো বাইসাইকেল চালিয়ে পাঁচবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার সময় একটি বাস তাঁকে পিছন থেকে ধাক্কা দেয়।

এ সময় ঘটনাস্থলে নিহত হন নুর জামান। ঘাতক রাহবার পরিবহণের কোচটি দুর্ঘটনার পর পালিয়ে যায়। এ সময় বিক্ষুব্ধ জনতা ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখেন।

দিনাজপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক ননীগোপাল দুর্ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে বিক্ষুব্ধ জনতাকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

দিনাজপুর শশরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ৮নং ওয়ার্ড মেম্বার সফিকুল ইসলাম জানান, কোনো অভিযোগ না থাকায় পুলিশ মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করে।