বিআইজেএফের নবনির্বাচিত কমিটির অভিষেক

Looks like you've blocked notifications!
বিআইজেএফের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত

বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। এ সময় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছে বিআইজেএফের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি। প্রযুক্তি খাতের গুণী ব্যক্তিত্বদের অংশগ্রহণে এবারের নতুন এই কমিটির অভিষেক অনুষ্ঠান হয়।

সম্প্রতি রাজধানীর ধানমণ্ডির একটি রেস্তোরাঁয় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুরুতেই প্রয়াত দুই সদস্য কম্পিউটার জগতের সহকারী সম্পাদক মঈনুদ্দিন মাহমুদ ও আরটিভির মাসুম হোসেন ভূইয়া স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

স্বাগত বক্তব্য রাখেন বিআইজেএফের নবনির্বাচিত সভাপতি নাজনীন নাহার। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিসিএসের সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার, সাবেক সভাপতি শহীদ উল মুনীর, বিসিএস ও আইএসপিএবির সাবেক সভাপতি এস এম ইকবাল, বিসিএসের প্রতিষ্ঠাতা সদস্য সাফকাত হায়দার, বাক্কো সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন, আইএসপিএবি সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া, বেসিস কার্যনির্বাহী কমিটির সদস্য মুশফিকুর রহমান, বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির (বিএফডিএস) সভাপতি তানজিবা রহমান, ই-ক্যাব সহ-সভাপতি মোহাম্মাদ সাহাব উদ্দিন, পরিচালক আম্বারিন রেজা, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক, হাইটেক পার্ক কর্তৃপক্ষের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, বিডব্লিইউআইটির নবনির্বাচিত সভাপতি রেজওয়ানা খান, সাধারণ সম্পাদক আছিয়া নীলা, উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্টের (উই) সভাপতি নাসিমা আক্তার নিশা, বিআইজেএফ-এর সাবেক সভাপতি মোজাহেদুল ইসলাম ঢেউ প্রমুখ।

এ ছাড়া বক্তব্য রাখেন বিআইজেএফ-এর সহ-সভাপতি ভূঁইয়া ইনাম লেনিন, নির্বাচন কমিটির সদস্য মাহমুদ হোসেন এবং আপিল বিভাগের সদস্য সুমন ইসলাম, জ্যেষ্ঠ সদস্য হিটলার এ হালিম। সমাপনী বক্তব্য দেন সাধারণ সম্পাদক সাব্বিন হাসান।

অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির পক্ষ হতে বিআইজেএফ সদস্যদের স্মার্ট কার্ড প্রদান করা হয়।