বিএনপিনেতা আমান-জুয়েলের জামিন, ১৪ জনের রিমান্ড

Looks like you've blocked notifications!
ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। ছবি : সংগৃহীত

পল্টন থানায় নাশকতার অভিযোগে করা মামলায় বিএনপিনেতা আমানউল্লাহ আমান, আবদুল কাদের ভূঁইয়া জুয়েল ও দুই আইনজীবীকে জামিন দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জেল হোসেনের আদালত এ আদেশ দেন। তবে, রুহুল কবির রিজভী, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, শামসুর রহমান, খায়রুল কবির খোকনসহ ৪৪৫ নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া ১৪ নেতাকর্মীকে দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

জানা গেছে, অসুস্থতার কারণে আমান ও আবদুল কাদেরের জামিন মঞ্জুর করেন আদালত। এ ছাড়া সুপ্রিমকোর্টের দুই আইনজীবীর জামিন মঞ্জুর করেন আদালত।

রিমান্ডের আসামিরা হলেন—বিএনপির সহ-জলবায়ুবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, বিএনপিনেতা শাহজাহান, এ কে এম আমিনুল ইসলাম, ওয়াকিল আহমেদ, সজীব ভূঁইয়া, সারোয়ার হোসেন শেখ, সাইদুল ইকবাল মাহমুদ, মিজানুর রহমান, আল-আমিন, সাইফুল, শুভ ফরাজি ও মাহমুদ হাসান রনি।

এ ছাড়া কারাগারে যাওয়া উল্লেখযোগ্য আসামিরা হলেন—বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি প্রমুখ।

এদিকে, পল্টন ও মতিঝিল থানায় করা পৃথক আরও দুই মামলায় বিএনপির ২৩ নেতাকর্মীর দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।