বিএনপিনেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস আটক

Looks like you've blocked notifications!
বিএনপি কার্যালয়ের সামনে থেকে চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসতে গাড়িতে তোলা হচ্ছে। ছবি : সংগৃহীত

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দলটির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে আটক করা হয়েছে। আজ বুধবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে তাঁকে আটক করে গাড়িতে তোলা হয়।

এর আগে আজ বিকেল ৩টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এখনও দফায় দফায় পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলছে। নেতাকর্মীরা অলিগলি ও কার্যালয়ের মধ্যেও অবস্থান নিয়েছেন।

এদিকে, সংঘর্ষের একপর্যায়ে বিকেল ৪টার সময় কার্যালয়ের গেটের বাইরে আসার চেষ্টা করেন নেতাকর্মীরা। তখনই পুলিশ কার্যালয়ের ভেতরে টিয়ারশেল নিক্ষেপ শুরু করেন। তারপর নেতাকর্মীরা ভেতর চলে যান।

পুলিশের টিয়ারশেলের আঘাতে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন পুলিশ সদস্যরাও।

সোয়া ৪টার দিকে মতিঝিল বিভাগের ডিসি হায়াতুল ইসলাম খান বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা সড়কে অবস্থান নিলে আমরা তাদের সরে যাওয়ার অনুরোধ করি। কিন্তু, তারা সরতে চায় না। পরে নেতাকর্মীরা আমাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। তারপর আত্মরক্ষার জন্য আমরা তাদের নিবৃত্ত করার চেষ্টা করি।’