বিএনপির কর্মীরা মৃত্যুকে আলিঙ্গন করতে প্রস্তুত : মির্জা আব্বাস

Looks like you've blocked notifications!
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আজ মঙ্গলবার রাজধানীর বাংলামোটরে তেজগাঁও জোনের জনসভায় বক্তব্য দেন। ছবি : সংগৃহীত

সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আজ বিএনপির কর্মীরা মৃত্যুকে আলিঙ্গন করতে প্রস্তুত, সরকারের ক্ষমতায় টিকে থাকার সুযোগ নেই।’

আজ মঙ্গলবার রাজধানীর বাংলামোটরে তেজগাঁও জোনের জনসভায় মির্জা আব্বাস এ কথা বলেন। জ্বালানি তেল, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, নেতাকর্মীদের হত্যার প্রতিবাদ ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বিএনপির ঢাকা মহানগর উত্তর এ সমাবেশের আয়োজন করে।

মির্জা আব্বাস বলেন, ‘গ্রাম-উপজেলা পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের তালিকা করছে সরকার। যদি এসব তালিকা ধরে গ্রেপ্তার করা হয়, তাহলে বিএনপি রাজপথে প্রতিরোধ গড়ে তোলা হবে। রাশিয়া থেকে গম আমদানি করছে সরকার। এখানেও কমিশন বাণিজ্যের ষড়যন্ত্র করছে, যাতে সাধারণ মানুষের ওপর চাপ বাড়বে। বিএনপি নির্বাচনে যেতে চায়, তবে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে।’

সভাপতির বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, ‘সরকার দমন নীতি, হত্যাকাণ্ড, মামলা দিয়ে ক্ষমতায় থাকতে চায়। বাংলাদেশে অতীতের মত কারচুপি করে, আওয়ামী লীগের অধীনে আর নির্বাচন হবে না। সরকারের মন্ত্রী, এমপিরা ক্ষমতায় থেকে নির্বাচনের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে।’

আব্বাস বলেন, ‘বর্তমান সংসদ ভেঙে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এই কমিশন নির্বাচনের তোড়জোড় করলে প্রতিহত করা হবে।’

ঢাকা মহানগর বিএনপি উত্তরের সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর বিএনপির দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম প্রমুখ।