বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

Looks like you've blocked notifications!
ককটেলের প্রতীকী ছবি

বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। আজ শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে কার্যালয়ের সামনের সড়কে রোড ডিভাইডারের পাশে এই বিস্ফোরণ ঘটে। তবে, এতে কেউ হতাহত হয়নি। কে বা কারা এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি।

বিএনপি কার্যালয়ের পাশে থাকা একজন প্রত্যক্ষদর্শী জানান, ককটেলটি চলন্ত কোনো যানবাহন থেকে নিক্ষেপ করা হতে পারে।

এর আগে নয়াপল্টনে সমাবেশের সমর্থনে বিকেল ৪টার দিকে দলীয় কার্যালয়ের সামনের সড়কে বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যেগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মিছিলে নেতৃত্ব দেন।

এ বিষয়ে পল্টন থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়ার কাছে জানতে চাইলে তিনি এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা ধারণা করছি—বিএনপির নেতাকর্মীরাই ককটেলটি বিস্ফোরণ ঘটিয়েছে।’ অপর এক প্রশ্নে তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত এটাই জানতে পেরেছি।’