বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলে পদবঞ্চিতদের বিক্ষোভ

Looks like you've blocked notifications!
যুবদলে পদবঞ্চিতদের বিক্ষোভ। ছবি : এনটিভি

যুবদলে পদবঞ্চিত নেতাকর্মীরা রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন। বিক্ষোভে কমিটি বাতিলের দাবিতে স্লোগান দেওয়া হয়। একইসঙ্গে কমিটিতে  বিভিন্ন অনিয়ম ও অসংগতি তুলে ধরা হয়।

আজ বৃহস্পতিবার (১৬ মার্চ)  দুপুরে একটি বিক্ষোভ মিছিল চায়না টাউন মার্কেটের সামনে থেকে শুরু হয়ে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সম্পাদক আলি আশরাফ, সাবেক সহ সাধারণ সম্পাদক সম্পাদক আবু সুফিয়ান দুলাল, সাবেক সহসাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক। 

এ ছাড়া বক্তব্য দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি তারেক উজ জামান, শোয়াইব খন্দকার, আশরাফুর রহমান বাবু, সাজ্জাদ হোসেন উজ্জ্বল, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য সৈয়দ আবেদিন প্রিন্স, আহসান উল্লাহ তুষার, যুবদল ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান শরিফ। 

ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-তথ্য ও গবেষণা সম্পাদক ওখন্দকার রিয়াজ।

এ ছাড়া বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সাবেক  সহসাধারণ সম্পাদক সামসুর রহমান, রফিকুল ইসলাম রতন, সাবেক সহসাধারণ সম্পাদক এস এম মিজান, যুবদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক ওমর তাহের বাবু, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য, শাহজাহান আলম শাহীন, রাসেল মিয়া প্রমুখ। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহসভাপতি এবাদুল হক পারভেজ, যুবদলের রাসেল দেওয়ান, আলামিন সিকদার, মুক্তার হোসেন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহসভাপতি নিজাম উদ্দিন হাওলাদারও উপিস্থিত ছিলেন।