বিএনপির ত্রাণ তহবিলে ইউট্যাবের অর্থ সহায়তা

Looks like you've blocked notifications!
পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় গুলশানে বিএনপির জাতীয় ত্রাণ কমিটির আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকুর কাছে অর্থ সহায়তা হস্তান্তর করেন ইউট্যাবের নবগঠিত কমিটি। ছবি : সংগৃহীত

সিলেট, সুনামগঞ্জসহ দেশের কয়েকটি জেলায় উজানের ঢল ও টানা ভারী বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিএনপির জাতীয় ত্রাণ তহবিলে আর্থিক সহায়তা দিয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। 

আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় ত্রাণ কমিটির আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকুর কাছে অর্থ সহায়তা হস্তান্তর করেন ইউট্যাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন ইউট্যাব প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান। 

আরও উপস্থিত ছিলেন ইউট্যাবের সহসভাপতি অধ্যাপক ড. মো. লুৎফর রহমান, অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো আবুল কালাম সরকার, যুগ্ম মহাসচিব অধ্যাপক ড. মো. আবু জাফর খান, অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী ও ড. এ বি এম সাইফুল ইসলাম প্রমুখ।