বিএনপির দাবিগুলো আলাদিনের দৈত্যের কাছে ইচ্ছে পূরণের মতো : ইনু

Looks like you've blocked notifications!
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় খাদিমপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন হাসানুল হক ইনু। ছবি : এনটিভি

বিএনপি সরকারের কাছে যেসব দাবি করছে, সেই দাবিগুলোকে আলাউদ্দিনের দৈত্যের কাছে ইচ্ছে পূরণের দাবির মতোই বলে মন্তব্য করেছেন জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় আজ সোমবার (৬ মার্চ) সকালে খাদিমপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হাসানুল হক ইনু এ মন্তব্য করেন।

হাসানুল হক ইনু বলেন, ‘বিএনপি দুর্নীতি নিয়ে অথবা দ্রব্যমূল্য নিয়ে মাথা ঘামাচ্ছে না। কারণ দুর্নীতি, দলবাজি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মোকাবিলা করার ক্ষমতা তাদের নেই। তারা ক্ষমতায় থাকাকালে তাদের প্রত্যেকটা নেতার পিঠে ছিল দুর্নীতির ছাপ এবং হাতে রক্তের দাগ। সুতরাং তাদের মুখে দুর্নীতির বিরুদ্ধে হুংকার ছাড়ার কিছু নেই। বিএনপির ক্ষমতায়নের মধ্য দিয়ে জনগণের কোনো শান্তি নেই, সস্তি নেই।’

ইনু আরও বলেন, ‘নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতির বিষয়ে কথা না বলে বিএনপি দাবি করছে নির্বাচনের আগে একটা অস্বাভাবিক ভূতের সরকার গঠন, জামায়াত-রাজাকার সাম্প্রদায়িক মহলকে সঙ্গে নিয়ে একটি তালেবানি সরকার এবং সংবিধান অদল-বদল করার হুমকি। এই তিনটি অস্বাভাবিক বিপজ্জনক দাবি তারা করছে। যেটা আলাউদ্দিনের দৈত্যের কাছে ইচ্ছে পূরণের দাবির মতোই। যেটা পূরণ সম্ভব নয়। আলাউদ্দিনের দৈত্যের কাছে বিএনপি যে ইচ্ছে পূরণের দাবি, তাতে জনগণেরও কোনো সম্পর্ক নেই।’

এ সময় জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন ও মিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হারুন অর রশিদ, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকরাসহ স্থানীয় জাসদ নেতারা উপস্থিত ছিলেন।