বিএনপির বিক্ষোভ মিছিল থেকে ককটেল বিস্ফোরণের অভিযোগ, আহত ৩

Looks like you've blocked notifications!
মুন্সীগঞ্জের গজারিয়া থানা। ফাইল ছবি

মুন্সীগঞ্জ গজারিয়ার ভিটিকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিএনপির মিছিল থেকে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় আহত হয়েছেন সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী, ভাঙচুর করা হয়েছে অটোরিকশা। আহতরা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী বলে দাবি করা হয়েছে। 

আজ বুধবার রাত পৌনে ৮টায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন—সুমন প্রধান (২৪),  নিঝুম (১৮) ও আরিফ (১৯)। 

জানা গেছে, সুমন গজারিয়া উপজেলা শাখার সাবেক কার্যকরী সদস্য। বাকি দুজনও ছাত্রলীগকর্মী।

ঘটনার প্রত্যক্ষদর্শী সিএনজিচালিত অটোরিকশাচালক মোশাররফ হোসেন বলেন, ‘আজ সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে ভবেরচর বাসস্ট্যান্ড থেকে আনারপুরে যাওয়ার উদ্দেশে তিনজন তার অটোরিকশায় ওঠেন। তারা ভিটিকান্দি এলাকায় পৌঁছালে বিএনপির নেতাকর্মীদের মিছিল দেখতে পান। তাদের অটোরিকশাটি মিছিলের মাঝখানে পড়ে যায়। এ সময় বিক্ষোভ মিছিল থেকে অন্তত ১০ থেকে ১১টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।’ 

এ সময় অটোরিকশায় থাকা যাত্রীদের মারধর করে অটোরিকশাটি ভাঙচুর করেন বিক্ষোভকারীরা।  

আহত সুমন প্রধান জানান, কিছু বুঝে ওঠার আগেই তাদের মারধর করা হয়। একপর্যায়ে তার সঙ্গে থাকা দুজন দৌড়ে পালিয়ে যান। বেশি মারধরের শিকার হন তিনি।

ঘটনার আরেক প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা সুমন বলেন, ‘ঘটনার একপর্যায়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা দ্রুত মহাসড়কে এলে তারা (বিএনপির কর্মীরা) পালিয়ে যায়।’ 

জানা গেছে, আহত তিনজনের মধ্যে সুমন প্রধানকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) সেকান্দার আলী বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এ সময় আমরা কয়েকটি বিস্ফোরিত ককটেলের আলামত দেখতে পাই। তবে, কারা এ কাজ করেছে–এ বিষয়ে আমরা এখনো নিশ্চিত নই।’