বিএনপির সমাবেশে নেতাকর্মীদের ঢল

Looks like you've blocked notifications!
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করছে বিএনপি। ছবি : এনটিভি

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে সাত দিনের মাথায় সমাবেশ করছে বিএনপি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ করছে দলটি। সমাবেশ সফল করতে দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দুপুরের আগেই জড়ো হতে থাকেন। সময় বাড়ার সাথে সাথে সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়।

সম্প্রতি সারা দেশে লোডশেডিং ও বিদ্যুতের অব্যবস্থাপনার প্রতিবাদে রাজপথের কর্মসূচিতে বিএনপিকে সরব ভূমিকায় দেখা যাচ্ছে। এ ধারাবাহিকতায় জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে ঢাকার সমাবেশের ঘোষণা দেয় দলটি। আজ বৃহস্পতিবার নয়াপল্টনে দুপুর ২টায় বিএনপি সমাবেশের ঘোষণা দেয়।

জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং এবং সকল পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় স্থায়ী কমিটির সদস্যরাসহ সিনিয়র নেতারা বক্তব্য দেবেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম সমাবেশ সভাপতিত্ব করছেন। সঞ্চালনায় রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।