বিএনপি ঢাকা দক্ষিণের ৭৫টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত
বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের ৭৫টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে দলের ঢাকা দক্ষিণের সদস্য সচিব রফিকুল ইসলাম মজনু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অদ্য ৯ সেপ্টেম্বর ২০২১, রোজ বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ঢাকা মহানগর দক্ষিণের সিদ্ধান্ত মোতাবেক ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত ৭৫টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।’
গত ২ আগস্ট ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করে দলটি।
এর মধ্যে মো. আবদুস সালামকে আহ্বায়ক ও রফিকুল আলম মজনুকে সদস্য সচিব করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ৪৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
আর আমান উল্লাহ আমানকে আহ্বায়ক ও ফুটবলার আমিনুল হককে সদস্য সচিব করে ঢাকা মহানগর উত্তর বিএনপির ৪৭ সদস্যের কমিটি গঠন করা হয়।