বিএনপি রাজনীতি করে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য : ড. মঈন খান

Looks like you've blocked notifications!
রাজশাহী নগরীর ভুবনমোহন পার্কে গণঅবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। ছবি : এনটিভি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, বিএনপি রাজনীতি করে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য।’

আজ বুধবার (১১ জানুয়ারি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী নগরীর ভুবনমোহন পার্কে গণঅবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুল মঈন খান এ কথা বলেন।

ড. আব্দুল মঈন খান বলেন, ‘আওয়ামী লীগ বিএনপিকে ভয় পায় না। তারা ভয় পায় দেশের মানুষকে। দেশের মানুষ আজ যেভাবে সংগঠিত হয়েছে, তাতে শেখ হাসিনা সরকারকে তারা উৎখাত করবেই।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য ঐক্যবদ্ধ হয়ে আগামী ১৬ জানুয়ারি বিএনপির গণমিছিল কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান।

মঈন খান আরও বলেন, ‘বাংলাদেশ থেকে গণতন্ত্র নির্বাসনে পাঠিয়েছে আওয়ামী লীগ। তারা নিজেদের গণতন্ত্রের দল বলে দাবি করে। কিন্তু যদি স্বাধীনতার জন্ম দিয়ে থাকে, তাহলে কেন তারা গণতন্ত্র নির্বাসনে পাঠিয়েছে, সেই প্রশ্ন রাখতে চাই।’ 

মঈন খান বলেন, ‘আওয়ামী লীগ যা বলে, তা করে না। আর যা করে, তা বলে না। আওয়ামী লীগ বাকশাল কায়েম করেছে। আওয়ামী লীগ দিনের ভোট রাতে করেছে। বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। দেশের ১০টি বিভাগীয় শহরে বিএনপি গণঅবস্থান কর্মসূচি পালন করছে। ঢাকাতেও এই কর্মসূচি পালিত হচ্ছে। ঢাকার কর্মসূচিকে বাধা দিতে আওয়ামী লীগ চার জায়গায় কর্মসূচি পালন করেছে। অথচ গত ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের সম্মেলন জেনে বিএনপি ২৪ তারিখের কার্মসূচি পিছিয়ে দিয়ে ৩০ তারিখ করেছে।’

গণঅবস্থানে প্রধান বক্তার বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, ‘আগামীতে দেশে এমন একটি আন্দোলন হবে, সেটা হলো অবৈধ সরকারের বিদায়ের আন্দোলন। হাসিনার পদত্যাগের আন্দোলন। সেই আন্দোলনে দলের সব নেতাকর্মীকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে হবে।’

সমাবেশে বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন—শেখ মুজিবুর রহমান ও তার কন্যা শেখ হাসিনার মৃত্যু নেই। আপনারা দেখেছেন কীভাবে তারা মঞ্চ ভেঙে পড়েছে। তাদের সময় হয়ে গেছে বিদায় নেওয়ার।’

রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশার সভাপতিত্বে সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাহান মিয়া ও হাবিবুর রহমান হাবিব, সাবেক সংসদ সদস্য জি এম সিরাজ, আসিফা আশরাফি পাপিয়া, মোশাররফ হোসেন, সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহসম্পাদক শফিকুল ইসলাম মিলন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, সদস্য সচিব বিশ্বনাথ সরকার, মহানগর বিএনপির সদস্য সচিব মামুন অর রশিদসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের রাজশাহী বিভাগের সাংগঠনিক ৯ জেলার নেতাকর্মীরা অংশ নেন।