বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

Looks like you've blocked notifications!
লালমনিরহাটের পাটগ্রামে আজ রোববার সকালে বিএসএফের গুলিতে নিহত ইউনুস মিয়া ও সাগর চন্দ্র রায়। ছবি : এনটিভি

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আজ রোববার সকালে উপজেলার বুড়িমারী স্থলবন্দর সীমান্তের ওপারে ভারতীয় চ্যাংরাবান্ধা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন বুড়িমারীর ডাঙ্গাপাড়া এলাকার বুলবুল হোসেনের ছেলে ইউনুস মিয়া ও নীলফামারীর ডিমলা উপজেলার সাগর চন্দ্র রায়।

বুড়িমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, গরু আনতে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতের চ্যাংরাবান্ধা এলাকায় প্রবেশের পরপরই বিএসএফের একটি দল ওই দুই যুবককে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে ওই দুইজন ঘটনাস্থলেই মারা যান। পরে নিহত ইউনুস ও সাগরের মরদেহ সীমান্ত থেকে দেশটির অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ।

এ ঘটনার প্রতিবাদ ও পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।