বিচারক ও আইনজীবীদের মধ্যে সুসম্পর্ক থাকতে হবে : আইনমন্ত্রী

Looks like you've blocked notifications!
নাটোর জেলা আইনজীবী সমিতির নবনির্মিত তিনতলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে আজ বৃহস্পতিবার বিকেলে বক্তব্য দেন আইনমন্ত্রী আনিসুল হক। ছবি : এনটিভি

আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বিচারক ও আইনজীবীদের মধ্যে সুসম্পর্ক না থাকলে বিচারপ্রার্থীরা ক্ষতিগ্রস্ত হয়। তাদের জন্য বিচারক ও আইনজীবীদের মধ্যে সুসম্পর্ক থাকতে হবে।’ 

নাটোর জেলা আইনজীবী সমিতির নবনির্মিত তিনতলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান অতিথির বক্তব্যে  আইনমন্ত্রী এসব কথা বলেন।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেন, ‘বার এবং বেঞ্চের দিকে তাকিয়ে আছে দেশের অগণিত মানুষ। তাঁদের কারণে বিচারক ও আইনজীবীদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে হবে। কারণ তাঁরা একই সংসারের দুটি সন্তানের মতো। একই পাখির দুটি ডানার মতো। সেজন্য সবাইকে দায়িত্বপূর্ণ হতে হবে।’ 

জেলা আইনজীবী সমিতির সভাপতি রুহুল আমিন টগরের সভাপতিত্বে অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, শহিদুল ইসলাম বকুল এবং আইন মন্ত্রণালয়ের সচিব ও যুগ্ম সচিবসহ বিচারকরা উপস্থিত ছিলেন।