বিদেশি পিস্তল-গুলি জব্দ, আটক ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল এলাকা থেকে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও আটটি গুলি জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এর সঙ্গে জড়িত অভিযোগে আব্দুর রহিম (৩৩) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আব্দুর রহিম শিবগঞ্জের সোনামসজিদ সালামপুর গ্রামের বাসিন্দা।
র্যাব ৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কমান্ডার আজমল হোসেন দাবি করেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে র্যাব ৫-এর একটি টিম সোনামসজিদ সীমান্ত সংলগ্ন কয়লাবাড়ী ট্রাক টার্মিনালে অভিযান চালায়। এ সময় অস্ত্র-গুলিসহ রহিমকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রহিম অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন।’
এ ঘটনায় শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়।