বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগ আরও বাড়িয়ে দেবে : প্রিন্স

Looks like you've blocked notifications!
ময়মনসিংহের হালুয়াঘাটে নেতাকর্মী, ব্যবসায়ী, শিক্ষকসহ বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : এনটিভি

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘জনগণের চরম দুঃসময়ে সরকারের বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনজীবনে বিরাজমান দুর্ভোগ আর বাড়িয়ে দেবে এবং কৃষি, শিল্প পণ্যসহ সব পণ্যের মূল্য বৃদ্ধি এবং জীবন নির্বাহের ব্যয় বৃদ্ধি পাবে।’

আজ শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটে নেতাকর্মী, ব্যবসায়ী, শিক্ষকসহ বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় এবং আন্দোলনের ১০ দফা ও রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার বুকলেট, লিফলেট বিতরণ শেষে এ কথা বলেন প্রিন্স।

এমরান সালেহ প্রিন্স বলেন, ‘বিদ্যুতের মূল্যবৃদ্ধি নিয়ে সরকার জনগণের সঙ্গে চালাকি ও প্রতারণা করছে। প্রতি মাসে মূল্য সমন্বয়ের নামে একদিকে মূল্যবৃদ্ধি করবে, অন্যদিকে জনগণকে বলবে অল্প বৃদ্ধি করছে। সরকারের এসব সিদ্ধান্ত গণবিরোধী এবং প্রতারণামূলক। জনগণের চরম দুঃসময়ে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনজীবনে বিরাজমান দুর্ভোগ বাড়িয়ে দেবে এবং কৃষি, শিল্প পণ্যসহ সব পণ্যের মূল্যবৃদ্ধি ও জীবন নির্বাহের ব্যয়বৃদ্ধি পাবে ।’

এ সময় ব্যবসায়ী ও স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

হালুয়াঘাট মধ্য বাজারে ব্যবসায়ী সমিতির কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ের সময় এমরান সালেহ প্রিন্স ১০ দফা দাবি ও রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখাকে জাতির মুক্তির সনদ আখ্যায়িত করে বলেন, ‘জনগণের মুক্তির লক্ষ্যে ১০ দফার আন্দোলন শুরু হয়েছে। বিজয় সুনিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে জনগণের রায় নিয়ে জাতীয় ঐক্যের সরকারের মাধ্যমে আওয়ামী দুঃশাসনে ভঙ্গুর রাষ্ট্রকাঠামো মেরামত করা হবে।’

বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় এমরান সালেহ প্রিন্স বলেন, ‘যেকোনো সময় চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি আসবে। সবাইকে প্রস্তুত থকতে হবে। নষ্ট করার মতো আর সময় নেই।’

ক্ষমতাসীনদের হুমকি-ধমকির কথা উল্লেখ করে প্রিন্স বলেন, ‘অন্ধকার রাতে ভয় পেয়ে দুর্বল চিত্তের মানুষ যেমন জোরে কথা বলে, তেমনি আওয়ামী লীগ নেতারা শোচনীয় পতনের ভয়ে ভীত হয়ে আস্ফালন করছেন। তাদের হাক-ডাক পতনের দ্বারপ্রান্তে থাকা স্বৈরাচারের অসাড় গর্জনমাত্র।’

এ সময় এমরান সালেহ প্রিন্স নেতাকর্মীদের ১৬ জানুয়ারি মহানগর ও উপজেলায় সমাবেশ, মিছিল সফল করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণেরও আহ্বান জানান।

ব্যবসায়ীদের সঙ্গে অপর মতবিনিময় সভায় ব্যবসায়ী সমিতির সভাপতি নাদিম আহম্মদ, সাধারণ সম্পাদক বাচ্চু ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিক হোসনে আরা নীলু, সহসভানেত্রী মনোয়ারা বেগম ময়না, জেলা যুবদলের সহসভাপতি আবদুল আজিজ খান, যুগ্ম সম্পাদক আবদুল মালেক, হালুয়াঘাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরেফীন পাপন, পৌর ছাত্রদলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন খান, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবদুল হান্নান, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবদুল গনি, সাধারণ সম্পাদক মশিউজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।