কোভিড-১৯ সংক্রমণ

বিধিনিষেধ ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

Looks like you've blocked notifications!

নভেল করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের প্রাদুর্ভাব এবং বাংলাদেশে এ ভাইরাসের বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিধিনিষেধ আরও দুই সপ্তাহ বাড়ানো হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত এ বিধিনিষেধ বলবৎ থাকবে।

মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখার উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আজ বৃহস্পতিবার এ বিষয়ে জনানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, চলমান বিধিনিষেধ ও নির্দেশনার সঙ্গে নিম্নবর্ণিত শর্তসমূহ সংশোধনপূর্বক সার্বিক কার্যাবলী বা চলাচলে বিধিনিষেধ আরোপ করা হলো। এ বিধিনিষেধ আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে।

উন্মুক্ত স্থান ও ভবন অভ্যন্তরে সামাজিক/রাজনৈতিক/ধর্মীয়/রাষ্ট্রীয় অনুষ্ঠানে ১০০ জনের বেশি জনসমাবেশ করা যাবে না। এসব ক্ষেত্রে যারা যোগদান করবেন, তাঁদের অবশ্যই কোভিড টিকা সনদ অথবা ২৪ ঘণ্টার মধ্যে পিসিআর সার্টিফিকেট আনতে হবে।

সব স্কুল, কলেজ এবং সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকবে।

এর আগে করোনার সংক্রমণ মোকাবিলায় ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল, কলেজসহ সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা করা হয়েছিল।