বিপুল অননুমোদিত-ভেজাল চিকিৎসাসামগ্রী জব্দ, গ্রেপ্তার ৯
অননুমোদিত মেডিকেল ডিভাইস আমদানিকরণ, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ টেস্টিং কিট এবং রি-এজেন্ট জালিয়াতির মাধ্যমে নতুন করে মেয়াদ বসিয়ে বাজারজাতকরণের অভিযোগে রাজধানীর তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ইমরান হোসেন আজ শুক্রবার এ খবর জানিয়েছেন।
ইমরান হোসেন জানান, অভিযানের সময় বিপুল অননুমোদিত, মেয়াদোত্তীর্ণ ভেজাল মেডিকেল কিট ও রি-এজেন্ট জব্দ করা হয়। সেই সঙ্গে এসব অপরাধমূলক কর্মকাণ্ডের মূলহোতাসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, এ সংক্রান্ত বিষয়ে আজ শুক্রবার বিকেল ৩টার দিকে রাজধানীর বসিলায় র্যাব-২-এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।